বেশতো ! তবে ফোটাও নাহয় ফুল, লুটাও অমিয় জোৎস্না। তোমার ইচ্ছের অধরে ফুটুক রক্তপলাশ। উঠোন জুড়ে প্লাবনে প্লাবনে হোক জোৎস্না জোয়ার। ইচ্ছেরা বড়ই বেয়াড়া তোমার। কখনো উদাস হাওয়া, কখনো কখনো বেদুইন মেঘ। ইচ্ছেগুলো বড় হতে, হতে, আকাশ ছুঁতে চায়।পলাশের রঙ, কাঠগোলাপের...